Friday 19 July 2019

গোরখাদকের জবানে

গোরখাদকের জবানে
ইমেল নাঈম

মলিন কিছু সম্পর্কের কাটাছেঁড়া দেখি রোজ
বৃক্ষের গা লেগে জন্মানো ছত্রাক,
শিকড়কে উপড়ে দিতে না জানা
আগাছাও জানে সেসব গল্পের কিছু অংশ,

রোজই ভেসে যেতে দেখি, বদলায় মুখশ্রী
আনন্দ বেদনা কিনেছে মুঠোফোন
দুঃখী মানুষের মিছিল দেখি,
নিশান উড়িয়ে কারা যেন ডাকে মৃত্যুকে...

ভয় নেই প্রিয়, বেঁচে থাকাই অনেক এখন
তড়িৎবাহিত তারের মতো
আহবান, ছুঁলেই মৃত্যু
দোটানায়, দ্বন্দ্বে মুখোমুখি কিছুটা সময়

হিসাবকে ছুঁড়ে ফেলে দিচ্ছি ইদানীং
যোগ বিয়োগের শেষে
গুণ ভাগের জটিল অংকে
কেবল মৃত্যু লেখা হয় নীরবে, অলক্ষ্যে

পলাতক আমি দৌড়ে পালিয়ে যাচ্ছি,
আসামীর খাতায় নেই নাম
তবু ছুটে চলার নাম জীবন
সম্পর্কগুলোর কবর দিয়ে ক্লান্ত

প্রতিদিনের দেখা মুখ, অচেনা হয় স্বার্থে
নিজেকে আবিষ্কার করি ভুল সময়ে
প্রশ্ন করতে ভুলেছি, দোষারোপের মন্ত্রে।

No comments:

Post a Comment