Friday 11 May 2018

শূন্যস্থান

শূন্যস্থান
ইমেল নাঈম

শূন্যস্থান জেগে থাকে একা। বিশাল মাঠ, ঘুর্ণায়মান
বাতাস নাচতে থাকে লাটিমের মতো এক কক্ষপথে...
তার নিজের বলে কোনোকিছু রইলো না অবশিষ্ট,
ভ্রান্তি, অবিশ্বাস বা অন্ধত্বের মাঝের সূক্ষ্ম পার্থক্য
নাড়া দিয়ে যায় সেই অনিশ্চিত ঘুর্ণনের মায়াজালে।

পাখির জীবন লিখতে গিয়ে প্রতিদিনই লিখে ফেলি
ভুলে ভরা কীর্তন, চাওয়া পাওয়ার কোনো রেশ নেই।
প্রাপ্তির খাতায় জমাটবদ্ধ অপ্রাপ্তিরা জেগে আছে
জেগে জেগে বাজায় সাইরেন, সেখানে ভ্রুক্ষেপ নেই
নীরবতার গল্পে মোহ থাকে, থাকে একটা সিস্টেম।

জাদুকর! ম্যাজিক স্টিকে লিখেন দৈনন্দিন বিনোদন।
জীবন তাসের কোনও রঙ। সাহেব, বিবি, গুলামের
ফাঁকে খেলে ফেলা যায় তিনকার্ডের নিষিদ্ধ খেলা।
তবু খোলা আকাশ... গমরঙা মাঠ... তপ্ত সুর্যালোক
জানান দেয় জীবনের আনন্দক্ষণ শুধু নৈঃশব্দ্যময়।

No comments:

Post a Comment