Tuesday 13 August 2019

জীবন

জীবন
ইমেল নাঈম

আদরের কোনো ডাকনাম নেই।
কেবলই ছুটে চলা, উপত্যকা থেকে উপত্যকায়
ভোরের আযান থেমে গেছে, আলোকিত
মানুষের অন্ধকার খুঁজতে বেরিয়েছি মাত্র।

পথ রোধ করোনা, খুঁজতে গিয়ে হারিয়ে ফেলবে
এ’পথ ছুটে চলার নামান্তর— আনন্দের বিপরীত!
তারপর... প্রতীক্ষার বিন্দুবিন্দু জল,
ছুঁয়ে যায় আমাদের বিন্দুবিসর্গসমেত

প্রলয়ের আদিম সংকেত, বিবর্ণ মানুষের মিছিল
হাত চিনি না, পা চিনি না, সমাজ, রাষ্ট্র,
জাতি কোনোকিছুই চিনি না...
মানুষ চিনিনা, আদরের ডাকনামগুলো চিনি।

প্রশ্ন করি না, প্রশ্নোত্তরের ভয়ে।
পুড়বো বলে আগুনে হাত বাড়াই না
দূর থেকে দেখি, অক্ষরজ্ঞানহীন দর্শক।
স্বার্থের ব্যাপারে নিখুঁত অন্ধ, বিবেকহীনও...

কেবলই অংক করতে শিখেছি, গড়ে তুলছি
নিজের সাম্রাজ্য, ও’দিকে পুড়ে যায় ভুগোল
আফসোসের আগুনে পুড়ে আমিও আছি—
বাগানের ঝরে পড়া ফুলের মতো জীবন নিয়ে।

No comments:

Post a Comment