Thursday 2 February 2017

একাকীত্ব


“অবশেষে জেনেছি মানুষ একা !
জেনেছি মানুষ তার চিবুকের কাছেও ভীষণ অচেনা ও একা !"
আবুল হাসান

একাকীত্ব
ইমেল নাঈম

মুহূর্তে হারিয়ে গেলো অনেকগুলো শঙ্খচিল, নোনা জল, শ্রান্ত সাগর পাড়ে
রেখে যাওয়া স্মৃতিচিহ্নে অজস্র গল্প লিখে রেখেছিলাম নাবিক বুকে
বুভুক্ষুর কাছে এসে জেনেছি নিঃসঙ্গতার প্রথম সোপান হিসেবে গিলে নেয়
অপার আনন্দ অশ্রু। দীর্ঘল রাত বারবার ফিরে আসে পিছনের পথে
আর টেনে নেয় সাগরের গভীরে, শান্ত সাগর আর কিচ্ছুটা করে না
শুধু ভাসিয়ে নিয়ে যায় জোয়ার ভাটার সব গণিতকে ভুল প্রমাণ করে।

ভাসতে ভাসতে ভেসে যায় অনেক কিছু, কাছের সব ক্রমশ দূরবর্তী
সিগন্যাল নেই, বাতিঘরের আলো আমায় এখন স্পর্শ করছে না একদমই
ভাসতে ভাসতে ডুবে যাবার প্রস্তুতি হিসাবে সঙ্গীত পাঠ করছি অনবরত
আমি কারণ জানি না, মন্ত্র ভুলে যাওয়া নাম তান্ত্রিক সুরে বেজে ওঠো
হয়তো শেষবারের মতো জপে নিতে পারবো অলিখিত বর্ণন।

মানুষ কী সত্যি একা? একা, তবে কেনো ভাবছি ফুরিয়ে যাবার গল্প
স্মৃতির আলাপনে বুঝলাম একাকীত্ব বলে কোনো শব্দ নেই অভিধানে
মানুষ নিজেকে চিনতে পারে না কোনো কালেই , তবুও সে একা নয়
গভীর বিচ্ছেদের পরেও সে একাকীত্বের ব্যাজ বুকে নিতে পারে না
তাকে ছুঁয়ে যে গভীর ব্যথা, তাকে সঙ্গীহীন করেছে কে? কোথায়? কবে?

ব্যথা কমে গেলে আবার নোঙ্গর ফেলে। আলবাট্রস দেখতে দেখতে
একসময় গাংচিলের সাক্ষাত মিলে জীবনের খাতায় , কবিতার পাতায়...
নিঃসঙ্গ আলাপনের ফাঁকে কী মনলোগে শিহরণ জাগায় নি স্মৃতির বিভ্রম!
মানুষ কখনো একা নয় , কিছু স্পর্শ চুপচাপ তার বুক ঘেঁষে দাঁড়ায়
একটা বুনো ঘ্রাণ তাঁকে ছুঁয়ে থাকে সর্বক্ষণ... মানুষ একা হতে শিখে নি

একাকীত্ব চর্চা করা মানুষের কাছে রয়ে গেছে বকেয়া ঋণ পৃথিবীর...

No comments:

Post a Comment