Tuesday 3 January 2017

হারানো বিউগল

হারানো বিউগল
— ইমেল নাঈম

থেমে যায় অপরিণত প্রান্তরের রক্তাক্ত ক্ষতচিহ্ন...
বুকের খোলা বোতাম , সার্টের আস্তিন জুড়ে
টিকে থাকে অপরিপক্ব এক জোড়া হাহাকার।
সন্ধ্যার মেঘের প্রলেপে বুক বিদীর্ণ করা
শব্দ রোলে হারিয়ে ফেলেছি শঙ্খধ্বনির রেশ।

কেমন করে সব মিলে যায়। রূপকথার অলিখিত
শব্দমালা নিয়ে পালিয়ে গেছে,পলাতক আগন্তুকও
বাঁশির সুর নিয়ে হারিয়ে গেছে দূরের গতিপথে
হাহাকার নিয়ে বেঁচে আছি আনত রাতের কাছে

গল্পের বেশে প্রহসন নিয়ে যা বাঁচে তাই স্বপ্ন
এটিকে জড়িয়ে ধরতে গিয়ে আটকে ফেলেছি
অনেক গল্প শেষে ক্লান্তির রাত আসে পৃথিবীতে
দীর্ঘ ঘুম জীবনের গল্প লিখি রাখি ছেঁড়া পাতায়
ঘুম ভাঙতেই দেখি রাতও অনেক বেশি দীর্ঘ...

ছদ্মবেশী রাত নীচে নামাতে নামাতে নিয়ে যাচ্ছে
অতল কোনো গহ্বরে, অবেলায় তাল হারিয়ে
ফেলা বাঁশিটিকে খুব মনে পড়ে, বারবার
মনে হয় কোথায় কী যেনো হারিয়ে ফেলেছি!

No comments:

Post a Comment