Monday 30 January 2017

আবিষ্কার

আবিষ্কার
— ইমেল নাঈম

বিমুগ্ধতার কোনো সংজ্ঞা নেও, কাচ ঘেরা ঘরের
নেই কোনো গোপনীয়তার সনদ, সাবধানতার
মন্ত্র পাঠ করতে গিয়ে হারিয়ে গেছি বিপরীত পথে
পাহাড়ের কাছে ফেরার পথে হারিয়েছে ঠিকানা
সর্বহারার দলভুক্ত অথচ কোনো আফসোস নেই।

কার স্পর্শে খুঁজছি পড়ন্ত বিকাল, সূর্য ডুবে যায়
বৃদ্ধ নগরীতে, মৃত নদীতেও স্বপ্ন লুকিয়ে রাখি
কারুকার্যের প্রলেপের অন্তরালে বিনিসুতোয়
রেখেছি অষ্টাদশী স্বপ্ন, ঋণ নেই হিজলের কাছে
দীর্ঘদিন নাগরিক পাখিদের কণ্ঠের গান শুনিনি

পাহাড় প্রিয় নয়, জলও নয়, উষ্ণতা ব্যতীত অন্য
কোনো কিছু কখনোই আমাকে আকৃষ্ট করেনি
কিন্তু, উত্তাপহীন ক্ষত নিয়ে পরিব্রাজক রূপে
পালিয়ে যাচ্ছি আগামীর পথে, বেদুইনের চোখে
আঁকতে বসেছিলো পোর্ট্রেট, ইজেলে শুধু ছড়িয়ে
যাচ্ছে রঙ, ক্রমশ দুলছি অদৃশ্য সময়ের পেন্ডুলামে

আকাশের রূপ দেখে কোনো পূর্ব অনুমান নেই
মিলিয়ে যায় পশ্চিমের রাগ, হারাচ্ছে বিকেল
খানিক বাদেই রাস্তার নিয়ন আলো জ্বলবে, টঙ
দোকানে দৈনন্দিন চা সিগারেটের ভিড়ে আবিষ্কার
করি অসহায়ত্ব, জনারণ্যে মিলিয়ে নিই ধ্রুবসত্য —

এভাবেও হারিয়ে যাওয়া যায়, দৃশ্যমান কিন্তু অদৃশ্য...

No comments:

Post a Comment