Wednesday 18 January 2017

পূর্বাভাষ

পূর্বাভাষ
— ইমেল নাঈম

থেমে যাওয়ার আগ মুহূর্তে শুনি বিষণ্ণতার সাইরেন
ঝড়ের পূর্বাভাষ বারবার ভুল হলেও থাকে আতঙ্ক
লাল মাটির শক্ত পলিও জানে মিলিয়ে যাবার মন্ত্র।
নিশ্চিহ্ন হবার পূর্বক্ষণে হাত পা ছুঁড়ে ব্যর্থ প্রতিবাদ
শিখেনি যে যুবক তাকে কেন বলেছিলে ভালবাসি!

অহেতুক চ্যাঁচামেচির শেষে উল্লাসের কারণ জন্মায়।
সুখের নামতা শেখা যুবক বুকেও সৃষ্ট শিহরণটুকু
হঠাৎ করে ঘুমিয়ে যায় প্রশান্ত মহাসাগরের মতো।
গভীরতা আর নীলাভ আঁচলের মায়াঘোর কাটাতে
চাইলে পিছনের দিকে চলে যেতে পারো — চিরতরে।

নাবিক জীবনের গল্প লিখে রেখেছি মানচিত্রজুড়ে
কম্পাসের মলীন চোখ ফিরেছে বন্দরের পর বন্দরে
তিরের নিশানা ভুলে গেছে দূরবীক্ষণ যন্ত্র, কাছের
চিত্রপট ঘোলাটে আর ধোঁয়াটে হতেই জ্বলে ওঠে
মাস্তুলের বাতি। নিদ্রারত সময়ের পথে শ্রান্ত নাবিক।

সকাল আসে স্রোতের দেখা পাই, রয়ে যায় রেশ
ঘড়ির কাটা জানে সময় আপেক্ষিক, ভ্রমণ ধ্রুব সত্য।

No comments:

Post a Comment