Tuesday 1 October 2019

আর্টিস্ট
ইমেল নাঈম

পথ জানে দূরত্বের আদিবিন্দু সব এক
যেটুকু দৃশ্যমান তার কিছুটা মিলিয়ে যাবে,
বিষণ্ণতার রিংটোন বাজবে দুপুরের বেহালায়
নীরবতায় পড়ে রইবে তিনপ্রহরের নির্জনতা

উপচে পড়া ভিড়, গল্পের মতো আগায় সংলাপ
দ্বিপ্রহরের নামতা গুণে নিঃসঙ্গ ক্যাকটাস,
জ্যামিতিক নিয়মে অপেক্ষায় অলিখিত সম্ভাবনা

অলৌকিক কোনো বার্তার অপেক্ষায় থাকে
মুখোশ—
       নীরবতা—
               পরিণতি—
সবকিছুর আড়াল শিখছে তৃতীয় পক্ষ।

জটিল কোনো অংক শেষে মিলেছে হিসাব
পাখিরা ফিরে আসে রিক্তভরা সময়ে
সর্বহারা মানুষ তখনো মননে আঁকে শরীর।

No comments:

Post a Comment