Monday 30 November 2015

অন্ধকারাচ্ছন্ন

পৃথিবীজুড়ে এক অদ্ভুত অন্ধকার। আলো আছে, আলো নেই – মরীচিকা জীবন। রক্তে ভেসে যায় পতাকা, জন্মের শুরুতেই অপরিচিত একগুচ্ছ মেঘের ভাজে হারিয়ে গেছে সোনালি মথ। ভয়ের যাত্রাপথ, টিকে থাকে অপ্রয়োজনীয় শব্দ কোলাহল যারা ধ্বংস করতেই শিখেছে।

শিকড়ে যাও, আরো অনেক গভীরে। প্রশ্ন করতে শিখো নিজেকে। কার জন্য এই পথযাত্রা। কেনো এগিয়ে গেছো মানচিত্র ভুলে। শান্তির বিনিময়ে কিসের আভাস। ব্যাকরণের পাতায় ভুল সংজ্ঞা। হারিয়ে যাওয়া মেঘ জানে রক্তের জন্ম। বিষাক্ত আকাশে জুড়ে মোমবাতি জ্বালাই। আলোকিত হোক তবুও আমার আঙিনা।

ঘুম ভেঙেই দেখি অন্য এক সকাল। অন্ধকারের চেয়েও সে গাঢ়। চুপ থাকলেই এড়িয়ে যাওয়া যায় সবকিছু। এভাবেই চুপ থেকে একে একে পুড়ে যাচ্ছে দেশ। মধ্য পৃথিবী জুড়ে আঘাত হেনেছে বিলাসী জীবন। এরপর চাপিয়ে দিয়ে কেড়ে নাও বক্ষদেশ।

কারা যেন যুদ্ধের জন্ম দিয়ে কোথায় পালিয়ে গেছে। সংযমের সংজ্ঞা ভুলে গেছি অকারণে। ভুলে যাওয়া কোনো বাগানে, প্রলয় সুরে উড়ে গেছে, থামার আগেই ডাকছে আমাদের কেউ।

No comments:

Post a Comment