Sunday 20 March 2016

সিঁড়ি

সিঁড়ি
রিমঝিম আহমেদ

চল
চলে যাই
যেতে-যেতে-যেতে
কোথাও থামতে হলে
বিজন ছায়ার নিচে বসে
প্রজাপতি ওড়া দেখব দুজন
আমাদের ক্ষণিকের বিবর্ণ জীবন
স্যাঁতসেঁতে দেরাজের নিচে ক্ষয়ে যাওয়া গল্প
আজও ক্ষরণের কাছে অযাচিত আত্মসমর্পণ 
চল সবুজের পথে, দূরে-- চাঁপাবন যেখানে সুগন্ধি
মেলে রাখে, সেইখানে, চল হেঁটে যাই ভোরে প্রাচীন আকাশে
যেখানে তারার মতো জ্বলে দগদগে লাল নিয়ে ক্ষয়িষ্ণু অসুখ 
কাজির দেউড়ি জ্বলে; সন্ধ্যের বিতান খুলে দিয়ে আলো এসে নামে চোখে
ঝাঁঝাল স্মৃতির ঘ্রাণ; মানুষ বিচিত্র দাহ্যবস্তু অগোচরে পোড়ে, শুধু পোড়ে।

No comments:

Post a Comment