Thursday 19 April 2018

দাসত্ব

দাসত্ব
ইমেল নাঈম

প্রথমে বঙ্গোপসাগরে ডুবিয়ে দাও বিবেক,
এরপর প্রভুভক্ত কুকুরের থেকে শেখো নিয়ম
অধির আগ্রহে বসে থাকো, লেজ নাড়ো অদৃশ্যে

একটা মাংসের টুকরোর জন্য অপেক্ষা করো...
লক্ষ্যস্থানের দিকে কাতর চোখে তাকাও,
জীর্ণশীর্ণ, মলিন মুখে কেবলই জয়গান গাও।

যতই জ্বলুক পেটের ভিতরে ঘুমন্ত আগ্নেয়গিরি
মুখ থাকবে নির্বাক, সর্বদা সত্যকে চেপে যাও
ইশারা সঙ্গীতকে আয়ত্ত করো, আঙুল নড়লে
তুমি লিখতে শুরু করবে দাঁড়িকমা সমেত দাসত্ব

এর আগ মুহূর্ত পর্যন্ত পৃথিবী উলটে যাক,
শব্দ নয় — চুপ থাকো, অন্যায়ের পাহাড় জমুক
তুমি চার্লি চ্যাপলিনের মতো বিনোদিত করো

বোঝাই করা ফিকে রঙের অসীম পাপকে
বৈধতা দাও, পূর্ণতা দাও নিজের পকেটকেও
বিনিময়ে মিলে যেতে পারে রাজবাড়ীর আমন্ত্রণ

আয়নায় দাঁড়িয়ে দেখ নি মুখের ব্যাকরণ
বদলে যাওয়া হাহাকারের ভাষায় লিখিত দাসখত
ছেঁড়া তমসুকে বিবর্ণ শব্দমালাতে জীর্ণ অবয়ব...

এখনই সুবর্ণ সুযোগ, নিজেকে বিক্রি করে দাও,
প্রথমে বিবেককে পাঠাও হিমঘরে — শেষকৃত্যে
এরপর কষ্ট করে শিখে নাও কুকুরের ভাষা
আয়নায় নিজেকে দেখো না, চিনতে পারবে না।

No comments:

Post a Comment