Friday 27 April 2018

সঙ্গীত

সঙ্গীত
ইমেল নাঈম

কখনো কখনো গাছের পাপড়ি ঝরে অসময়ে
ক্যালেন্ডারের পাতায় দীর্ঘশ্বাস শুধু বাড়ায় উত্তা‌পে
নির্বাক জীবনে কিছু মলিন ব‌লিরেখা জীবিত।

প্রয়াসে বাঁধা যন্ত্রসঙ্গীতের মূর্ছনা, ক্র্যাফটের
দোকান জুড়ে লোক দেখানো উৎসব — নীরবতা...
ছিঁড়ে ফেলেছি পাপ পুণ্যের হিসেব নিকেশ
নিজেকে নিয়ে ব্যস্ত থাকার নিপুণ অভিনয়।

করতল ঢেকে রাখা জীবন যাপ‌নের সরল অংক,
গণিতের শেষ অধ্যায়ে ভুলে ভরা আঁকাজোকা
বৃত্ত পেরোতে হারিয়ে যাচ্ছে দূরের মেঠো পথ।

সম্মুখে কেবলই পথ, বিরতিহীন কাটাকুটি খেলা
মরীচিকা সময়ের ভিখারি, বিভ্রমে কুপোকাত হ‌চ্ছি,
রুক্ষতা জানান দেয় খরতাপে পুড়েছে সবুজ।

ক্যানভাসে আকাশ আঁকা আর নীলচে কিছু দাগ...
তেল রঙে কিছু ধূসর ইঙ্গিত অস্পষ্ট কথা বলে
হাতের ভাজে লুকিয়ে রাখি ঐশ্বরিক আবেদন।

পথ আবিষ্কারের শুরুতে একা আর শেষে ছায়া
মাঝে বিবর্ণ কোরাসে ঢাকা পড়েছে সুর, সঙ্গীত।

No comments:

Post a Comment