Tuesday 1 May 2018

ছুঁয়ে ফেরা

ছুঁয়ে ফেরা...
ইমেল নাঈম

পুরোটা ভাগ মিথ্যে, নিজস্ব আলিঙ্গনে কেবলই মায়া
প্রলয়ের ছাপ রেখে গেছে আদিম বিন্দুগুলোতে
ঘাসফুলের ভিড়ে, একাকী কিছু সময় কিনছি রোজ।

চুম্বনগুলো বৈধ না অবৈধ তা নিয়ে মাতামাতি সবার...
অজস্র মুখ এড়িয়ে জাজিম টেনে বসে যাই রোজ
কথোপকথন ফাঁকি দিয়ে ভ্রান্তির কাছাকাছি যাচ্ছি।

একটা শালিক রোজ কাঁদে,  চড়ুইপাখির সংসারে
শুধুই কিচিরমিচির, হাতের ভাজে নথিবদ্ধ শব্দ।
আহামরি নয়, খোলসে আটকে রাখে তারা দিনভর।

পরাধীন চোখ মুক্ত আকাশ দেখলেই উড়তে চায়
সে শিখেনি ওড়ার কলাকৌশল, হাত প্রসারিত
করে ভাব দেখায় উড়ে যাবে নো ম্যানস ল্যান্ডে।

বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জিরো টলারেন্স থেকে বেরুবে...
মাটির স্পর্শ প্রাণ খুঁজে দরজায়, কড়া নাড়ার শব্দ
রোজ এসে শব্দ করে বদ্ধ আসমানে, কল্পনায়
আকাশ আঁকি, আমার আজো ছুঁয়ে দেখা হয়নি।

এখানে আয়নার প্রতিবিম্ব ছাড়া অন্যকিছু মূল্যহীন

No comments:

Post a Comment