Friday 1 April 2016

নিরাপদ

ইমেল নাঈম

কতটুকু নিরাপদ। কতটা নিরাপদে থাকলে হাসতে পারো
রক্তের দাগ অদৃশ্যমান। ক্ষরণ সে তো উপলব্ধি করতে
পারে একমাত্র আমি, তৃতীয় পক্ষ আসতে পারে নি এখানে
আমি নেই, তুমিও নেই... অপরিচিত ক্রন্দন আছে লুকিয়ে
রাজনীতির মাখনের হিসাব আছে, ভোট পুজোর নিমিত্তে

দোষারোপ চলছে... চলুক...মৃত্যু মিছিলে আমার কেউ নেই
কে খেলো কত টাকা নাই বা জানলে, জেনে রেখো মরলে কিন্তু
লাখ পাঁচেক। আহতদের সামান্য কম, দু' লাখে চুকে যায়
সকল খেলা। এরমাঝে বিনোদন আছে, অনুভূতি জানতে
চাওয়া সাংবাদিকের দল - বড্ড আয়েশে টি.আর.পি বাড়ান

এর বাইরে আছে লুকানো ক্রিকেটীয় মাদকতার ব্যবস্থা
ধ্বসে পরা জমিন বোঝে তীব্র ব্যথা, পুরোটা জানে মৃত্যুস্তুপ

এতো ক্ষরণ বুকে নিয়ে নিরাপদ ভাবো, মৃত্যু সহজ যাত্রা
কারো কোনো দায় নেই, তদন্ত কমিটির কাজের
ফল শূন্য
অপরাধীরা বেঁচে যাবেন আইন পুস্তকের ফাঁকফোকরে
গোল্ড ফিশ মস্তিষ্ক দুদিন পরে ভুলে যাবে সবকিছু, ব্যস্ত
সময় কাটবে সেলফি আড্ডা গানে। আজকের দিনের মতো
আমরা নিরাপদ, অথচ মৃত্যু সন্নিকটে আততায়ী বেশে...

No comments:

Post a Comment