Saturday 9 April 2016

পাঠ

ইমেল নাঈম

সন্ন্যাসজীবন ডাকছে। একাকী পথ ডেকে চলে।
নদীর সাথে সখ্য পাততে বসে দীনতা ধার করি
প্রতিটি ঢেউ আমাকে শেখায়, আমিও শিখি
শিখতে বসে মনে হয় প্রকৃতির বিশালতার
কতটুকুই বা ধারণ করতে পারে এই জলধারা।

আমি ডাঙ্গার মানুষ। শহুরে পরিবেশে দূষিত
বায়ু জলে বাঁচা নিরক্ষর। পাঠ্যবইয়ের কঠিন
পাঠের ভিড়ে সবুজ ভোলা যুবক, ইট পাথরের
সভ্যতায় মনের রঙ বদলেছে ধূসর তামাটে বর্ণে।

বৃক্ষের কাছে রেখে দিই আমাদের অনেক পাঠ
সে আমাকে শেখালো মনের রঙ গাঢ় সবুজ
শহর গিলে খাচ্ছে আস্ত গ্রাম দশমিক আকারে
আমরা সভ্যতার নামে ধ্বংস করি হরিৎ বৃক্ষ
নদীও মরে যায় স্বার্থরক্ষারর নোংরা খেলায়

শহরের কৃত্রিম পরিবেশে বলি সবুজ বাঁচাও
আহাজারি করি, তোঁতাপাখির মতো লিপিবদ্ধ
নোট পড়ে নিজেকে প্রমাণ করি মহাজ্ঞানী

এর বাইরে আমরা ব্যস্ত সকল আয়োজনে
অপরিকল্পিত নগরায়নের পথে প্রকৃতি পাঠের
বিলাসিতায় ভাসিয়ে দিই সবুজের মাঝে।

No comments:

Post a Comment