Friday 29 April 2016

মেসোপটেমিয়া

সভ্যতার বিবর্তনে অনেক অন্ধ বিশ্বাস টিকে থাকে
বিজ্ঞান, সভ্যতা, তাকে ছিঁড়তে পারে না এতোটুকু
টলতে টলতে মিশে যায় ধুলোর সাথে
সেখানেও লুকানো ভ্রান্ত বিশ্বাসের জাল
স্বর্গ, নরক, স্থল অথবা জলভাগ নিয়ে কল্পকথা।

শুনেছি সেখানে পৃথিবী ফাঁপা, গোলাকার চাকতি
চারপাশ জুড়ে শুধু জলরাশি, আসমানজুড়ে স্বর্গ
মাটির নিচে লুকিয়ে নরক... ঈশ্বরদের সন্তুষ্টি
লাভে জন্ম নেয় শ্রেণিবিভাগ। অক্ষরের জন্ম
খুলে দেয় নতুন দরজা, সময়ের হাতেখড়ি এখানে।

মুদ্রার বিনিময়ে শিখে নিই ভালবাসার সব মন্ত্র
সিমেটিক হরফে অনেক চিঠি প্রাপকহীন থাকে
রেখে দিই মাটির পাত্রে, লোকচক্ষুর আড়ালে
জন্মানো প্রেম আড়াল ভেঙে আসে না বাহিরে।

পুয়াবি - আপনাকে নিয়ে লিখা আমার চিঠিগুলো
রেখেছি যত্ন করে, যোগ্যতার নিরিখে অযোগ্য
তাই সামলে উঠি, চলার পথে দৃষ্টি থাকে নিম্নমুখী
চোখ কে নিয়ে আমার ভয় হয় খুব, সে যদি
বলে দেয় আপনাকে ভালবাসার মিষ্টি স্পন্দন

এতকিছুর বিনিময়ে একজন প্রেমিকের জন্য কী
শাস্তি বরাদ্দ করে রেখেছে আপনার আদালত!

প্রকাশকালঃ ১৬ বৈশাখ ১৪২৩

No comments:

Post a Comment