Monday 12 September 2016

দৃষ্টিরেখা

দৃষ্টিরেখা
 — ইমেল নাঈম

বদলে যাওয়া অনেক কিছুই শুনি। দূর থেকে দূরে চলে যেতে পারে ছায়ারা। ক্লান্ত মুঠোফোনে রয়ে যায় কিছু স্মারকচিহ্ন। সেখানে পুঁতে এসেছি স্মৃতিগাছ। ফলন নেই, অথচ তীব্র ব্যথার বুনন। নকশিকাঁথার নকশায় আঁকা, সৌর পঞ্জিকা জুড়ে বিচ্ছিন্ন কিছু দাগ, ভ্রান্তির কথা বলতে বলতে মুছে গেছে অর্বাচীন সুখে।

সমাপ্তি রেখা আঁকছিলাম খুব। ধুধু মরুভূমিতে মরীচিকার আবাসন দেখতে দেখতে ভুলে গেছি সভ্যতার উলটো পথে পেরিয়ে যাচ্ছি নিজের সাথে ক্রমাগত প্রতিযোগিতা করে। উড়ে যাচ্ছি, কাবু করে ফেলছি নিজেই নিজেকে। অথচ প্রতিপক্ষ চেনার জন্য আয়নার সামনে দাঁড়াই নি বহুকাল। অস্থিরতার পরিমাপক পাইনি বলে বুঝতে পারিনি অসুখের তীব্র স্পন্দন।

প্রতিধ্বনি শুনে চমকে উঠি। চেনা কণ্ঠস্বর অচেনার বেশে নিজের কানে এসে জানান দেয়। পতনের অংক করি, কেই বা জানতো অচেনা হতে পারে বাম অলিন্দ। চুপচাপ অন্বেষণ করি, আনত মস্তকে খুঁজে ফিরি কুহেলিকা প্রহর, অর্থ খুঁজি — খুঁজি সমাধান। সমস্যার বৃত্তে ঘুরতে ঘুরতে ভুলে গেছি শিকড়।

রঙিন চলচিত্ত'র চালচিত্র বোঝার আপ্রাণ চেষ্টা করি। সমাধান নেই, সমস্যার কেন্দ্রবিন্দু থেকে ছিটকে গেছি অনেক আগেই। বিচ্ছেদ শুনি অনবরত, দেখি দূরে সরে যাচ্ছে একে একে সবাই...

No comments:

Post a Comment