Friday 30 September 2016

পাহাড়ের কবিতা

পাহাড়ের কবিতা
— ইমেল নাঈম

চশমায় লুকিয়ে রাখি অভিমান। বাষ্প জমে ভিজে লেন্স। টুপটাপ বৃষ্টির ছবি। ক্যানভাসে আঁকা স্বপ্নকথা। ভুল শব্দে লেখা অজস্র চিরকুট। অবহেলায় জমে থাকা সিগারেটের প্যাকেট। খেলার মাঠে দুরন্ত শৈশব। দূরত্ব পার হলেও একটা পিছুটান থাকে। নাটকের মতো, অনেক সংলাপের আনাগোনা। বিরতিহীন কোন এক নৈশকালীন আন্তঃনগর গাড়ীর যাত্রাপথে ছুটে যায় বেপরোয়া গতিতে। হায় দুরন্ত মন! তোমাকে লাগাম টানা শেখাবে কে? বারবার মোহিত হয়ে যাও কারণ বা অকারণে। জলছবিতে আঁকড়ে ধরে চোখ।

প্রপাত বুকে পাহাড়ের অনেক স্মৃতিচিহ্ন। অনেক জন্ম দাগ নিয়ে সেও কেঁদে যায়। কিছুটা আনন্দের ফোটা দিতে গিয়েও বারবার থেমে যায়। হয়তো বা থেমে যেতে হয়, কিম্বা তাকে থামিয়ে দেয়া হয় অযথাই। মুক্ত বাতাসের আলিঙ্গনে লুকানো থাকে অনেক ঘটনা। অক্সিজেন — হিমশীতলতা আমার, মেঘের সারিতে লুকানো অনেক হিসেব নিকেশ আজো বাকি রয়ে গেছে শুভ্র কাশের মেলায়। শিউলি ফুটেছে অনেক নিচে, উপরে অচেনা বুনো ফুলের বাহারি সমাবেশ। সমবেত গাছেদের ভিড়ে উঁচুনিচু পথের সমারোহে, ক্লান্তি এসে ভেসে ভেসে যায়।

সমতলে কেউ কাউকে চিনে না। সবাই ছুটে চলে সারিবদ্ধ জীবনের পথে। কাঁধে কাঁধ অথচ প্রতিযোগিতা। চিনে নেয়ার আবেশে আজও রেখে দেয়া ইকেবানা। বনসাই বৃক্ষ জানে নাগরিক সভ্যতার খর্ব চরিত্র। এখানে কোনো বিন্দু নেই, বৃত্ত নেই, সরল রেখা নেই, জ্যামিতির উপপাদ্য বা সম্পাদ্য কিছুই নেই। ত্রিকোণমিতির মাপজোখের আড়ালে কোনোরূপ প্রহসন লুকিয়ে নেই। বিশালতার ক্যানভাস জুড়ে প্রেম আঁকা আছে। প্রহসন শব্দটা এই অভিধানে নেই। নেই বলেই হয়তো প্রেম শব্দটি এখানে কখনোই আসে নি। প্রেম খোঁজার নেশাতেই নিঃস্ব হয়ে বারংবার রক্তাক্ত হয়ে গেছে পাহাড়।

No comments:

Post a Comment