Thursday 29 September 2016

হারানো বিজ্ঞপ্তি

হারানো বিজ্ঞপ্তি
— ইমেল নাঈম

নিত্যদিনের যাওয়াআসায় মুখ দেখা পরিচয়।
ইদানীং আর দেখিনা, জীর্ণবস্ত্রাদি চাপিয়ে আকাশ
দেখতে ভালবাসতো ছেলেটি, হাতের মুঠোয়
লটকে রাখতো একটা খাতা। কিসের খাতা জানা
হয় নি আজো....গতকালও ছিলো শেষ দেখা।

আজ নেই। এলাকাবাসীর সাথে আলাপে জানা
যায় হারিয়ে যাবার সময় গতরাত আনুমানিক
সাড়ে দশটা — শুধু ফেলে গেলো খাতা।
খাতায় লেখা এই পৃথিবীর মানুষ যুদ্ধ বড্ড
ভালবাসে, কবিতা নয়! প্রতিটি যুদ্ধের সফলতা
অজস্র কবিতার মৃত্যু দিবস হিসেবে পালিত হয়।

ছেলেটির নাম জানা নেই, ছবিও নেই যে দেখাব।

No comments:

Post a Comment