Tuesday 21 November 2017

বিরহ কোরাস

বিরহ কোরাস
ইমেল নাঈম

ভাবনার করিডোর হতে মুছে যাওয়া নাম
মলিনবিধুর স্বপ্নের ঝাড়ফুঁকে পেরুচ্ছে দিন
নিংড়ে দিচ্ছি নিজেকে প্রহসনের বিরুদ্ধে

হাপিত্যেশের জানালায় কার চোখ পড়ে?
কান্না এলেই দাঁড়িয়ে যাও স্নানঘরে
কৃত্রিম ঝর্ণার বুকে লিখে রাখো অপ্রেম
প্রাহসনিক কাটছাঁট, আর নির্ঘুম রাত্রিকাল

কাঁটাছেঁড়ার বিনিময়ে পাওয়ার তালিকায়
উঠে যাচ্ছে দিনান্তের সুখ দুঃখ, জয় পরাজয়
ইচ্ছেরা ইদানীং চুপচাপ দাঁড়িয়ে থাকে
দরজার কপাটে কড়া নাড়ে...খুলে দেখিনা...

বিনির্মাণে গড়তে শিখেছি, ক্ষয়িষ্ণুর পরিবর্তে
কিছু ম্লান শব্দরাশি, যেখানে নোঙ্গর ফেলেনা
জাহাজ, মাস্তুলে ঝুলেনা আলোর মশাল
বাতিঘরজুড়ে ব্যক্তিগত ব্যর্থতার ফুলঝুরি।

যোগ বিয়োগের সমাপনে গড়ি নিজস্ব বলয়
যেখানে নেই এর মিছিলে যুক্ত হয় নাম।

No comments:

Post a Comment