Wednesday 1 November 2017

নৈঃশব্দ্য - ৪

নৈঃশব্দ্য - ৪
ইমেল নাঈম

নৈঃশব্দ্য'র কাছে আছে নীরবতার কিছু ঋণ,
রুটিন মাফিক শব্দও নতজানু হয় তার কাছে
হেমন্তের কুয়াশার চাদরে ম্লান হয় ঘামের গল্প
সূর্যের উত্তাপ মিলিয়েছে যাবতীয় পাপ নিয়ে
জানালার ওপাশটায় কেবলই অন্ধকার...

বলেছিলে চুপচাপ হাঁটতে, শব্দ নয় কোনও
নিজের কাছে রেখে দিয়েছি পাপ পুণ্যের অংক
শিকড় উপড়াতে গিয়ে শিখরে পৌঁছেছি
কলতানে মুখরিত দেখে, মুখ ঢেকেছি চাদরে

মায়াজালে আটকে গেছে সময়, মরীচিকার পিছু
ছুটতে গিয়ে নিজেও আঁটকে গেছি ইন্দ্রজালে
অচেনা সময়ের পিছনে সেজেছি অন্ধ পথিক
একই ট্রেনে চেপে চলে যাচ্ছি নিজ গ্রহের বাইরে

শুনেছিলাম, অন্ধকার চিঁড়ে কিছু গল্প লিখা হয়
রঙপেন্সিল আঁকছে ষোড়শী মন, ড্রয়িংপেপারে
নেই অভিযোগ, কেবল অভিমানের পশরা
সাজিয়ে হিসেব করেছে মন খারাপের অংক।

প্রকাশকালঃ ১১ কার্ত্তিক ১৪২৪

No comments:

Post a Comment