Sunday 26 November 2017

দিনলিপিরর আয়োজন — ১

দিনলিপির আয়োজন—১
ইমেল নাঈম

পথ আটকে যায় গলায় বাঁধানো মুক্তোর হারে।

নির্বাক দৃষ্টিতে আঁকা চিত্রপট, ঘোলাটে মেঘ
কাটলে তাকিয়ে থাকে একরাশ আদিম প্রবৃত্তি
উৎকণ্ঠা কাটিয়ে তাকাতেই ভয়ে শিউরে উঠি
চিরতরে মুছে যায় আমাদের রঙিন ফানুশগুলো

দিনলিপিতে লিখে রাখি নৈসর্গিক উপাদান
কিশোর ময়ূর অবিরাম নাচছে বৃষ্টিহীন দিনে
চুপসে যাওয়া বেলুন, গোত্তা খাওয়া ঘুড়ির বেদনা
আবিষ্কারের ফাঁকে পালিয়েছে নির্ভার সময়।

নির্বাক চলচ্চিত্র, সাদাকালো বিশাল ক্যানভাসের
আঁকিবুঁকি খেলার মাঝে দুঃখ নামিয়ে আনছেন —
ভিখারির বেশে ছুটে চলেছেন সুফি সাধক, নিজের
দিকে তাকিয়ে দেখছিনা একদম, প্রান্তিক ছলনায়
পালিয়ে যাচ্ছি নির্ভেজাল সময়ের জাল ছিঁড়ে।

হাপিত্যেশ ঝরানো বিকেলে যোগব্যায়ামের
আয়োজনে কতটা সবুজ দেখেছে চোখ, বাকীটুকু
নিয়ে কৈশোরের লুকোছাপা খেলছে খেলোয়াড়
তিনমাসের হিসেবে সেও কিনছে কর্পোরেট মুহূর্ত।

পথ আটকে যায় গলায় বাঁধানো মুক্তোর হারে।

No comments:

Post a Comment