Tuesday 28 November 2017

দিনলিপির আয়োজন -২

দিনলিপির আয়োজন - ২
ইমেল নাঈম

একটা বিচ্ছেদের গল্প লিখতে বসে পেরিয়ে যায় হরিৎবন
লীন মুহূর্তগুলো উঁকিঝুঁকি দেয় অষ্টাদশের আঙিনায়
স্পর্শের বিনিময়ে জেগে আছে একরাশ না পাওয়া বিরহ

সকালে চৈতালি হাওয়া এসে পথ ভেজায় অকারণে
নির্বাক সময়ের পরতে পরতে লিপিবদ্ধ দুঃখ কথা
দুলদুল ঘোড়ায় অচেনা সরেওয়ার, নিজের পথটুকুও
চিনে উঠিনি এখনো। মলিনতা ছুঁয়ে যাচ্ছে কাঠের গির্জায়
দরজায় খড়িমাটি দিয়ে কে লিখেছে অচেনা সংকেত!

আমরা দুজনেই রঙিন সময়ের ভাজে আরব বেদুইন
কিছু সময় চেয়ে থাকি একে অপরের দিকে অকারণে
বাকীটুকুন অদৃষ্টকে লিখছি গোলাপের চাষাবাদে।

ব্যক্তিগত কথোপকথনের আড়ালে মেঘমল্লার জমে
নীরবতা পাঠের ভিড়ে একটু কোলাহলও অনেককিছু
উড়ছে পরিযায়ীপাখি আমাদের সম্পর্ক নির্ণয় শেষে।

প্রতিদানে পড়ে থাকে ব্যর্থতার সালতামামি,
গেরস্থালী আর বাউণ্ডুলের মাঝের অদ্ভুত জীবন।

No comments:

Post a Comment