Thursday 23 November 2017

অনুরণন

অনুরণন
ইমেল নাঈম

১.
আঙ্গিক মুছে গেলে দূরবীনের জন্ম হয়
অভিসারী লেন্সের মাঝদিয়ে বয়স বাড়ে নিঃসঙ্গতার

নির্ভুল অংক কষি, বিনিময়ে মেলেনা প্রাপ্তি
লুকোচুরি খেলার মাঝখান দিয়ে চিৎকার শুনি
হেই ম্যান গো... গো... রান ফাস্ট...

সেলাই মেশিনে লিখছি পলাতক জীবনের স্বরূপ

২.
নিংড়ে দিয়েছি সবটুকু ভালবাসা, প্রতিদানে
ব্যাঞ্জোর সুরে কেবল বেজে গেছে কান্ট্রি সং
ঘর ছাড়া হবে বলেই ফিকে হচ্ছে আয়োজন

চুপচাপ নেমে আসুক রাত, সামাজিকতাকে
ছুঁড়ে ফেলে দিলে দাঁড়িয়ে থাকে আদি প্রবৃত্তি

মাছ বিহীন একুরিয়ামের জীবনকে লিখছি
বিমূর্ত অবয়বের আড়ালে শুনি অট্টহাসি

৩.
চুম্বন মুছলে নিজেকে আর আয়নায় দেখোনা
নির্ভরতার মন্ত্রগুলো মুছে গেছে হিসেবের ভুলে

নাহ্‌, এরচেয়ে বেশি কোনো শব্দ হয়নি
দীর্ঘশ্বাসটুকু শুনছি হতাশার মোড়কে।

ইমসোমনিয়া রাতে চুপিসারে নামে কল্পনারা।

৪.
উল্কিতে এঁকে নিলে পিঠ, আর আমি
ভালবাসি ওই চোখ, এভাবেই বিপরীত দিকে
ঠেলে দিচ্ছো অগোচরে। অথচ, জানতে পারছোনা
বঙ্গোপসাগরের গভীরতা মাপি ওই চোখ দেখে
বিপরীতে ডুবে যাচ্ছি চোরাবালিতে,

অন্ধকারের কোরাসে গাইছি এলিজি, ক্রমশ...।

No comments:

Post a Comment