Monday 3 September 2018

ক্ষয়িষ্ণু হৃদয়

ক্ষয়িষ্ণু হৃদয়
ইমেল নাঈম

১।
প্রহসনের মুহূর্তগুলো নির্বাক কথাচিত্র হয়ে যায়
বারবার শব্দরা এসে জানিয়ে যায় অনুভূতি
ক্যানভাসে আঁকা কিছু চিত্র, তাতে মিশে যায়
একটা আকাশ, নীল পৃথিবীর মায়াবদ্ধ ইতিহাস।

২।
দাবার ঘুটির মতো চক্রাকারে চলতে থাকে
আক্রমণ - প্রতি আক্রমণের খেলায় মৃত্যু হচ্ছে
সৈন্য, মন্ত্রী, উজির... ঘোড়ার পিঠে চড়ে
পালিয়ে যাচ্ছি — পতনের বিউগলে উড়ছে
সাদা পায়রা, যুদ্ধ বিরতি নামে আকাশজুড়ে।

৩।
এভাবেই রেখে যাই ক্ষতবিক্ষত চিহ্নজুড়ে
নিজের জন্য সময় রাখি নি, বাঁধি নি মায়াতে
আগুন জ্বালিয়ে বসে থাকি সন্ধ্যায়, পাহাড়ে
নেমে আসে নীরবতা— ক্লান্তি... ক্লান্তিতে
বুজে আসে চোখ, পৃথিবী ঘুমোচ্ছে... দেখো...

৪।
মুহূর্তগুলো বিমূর্ত হয়— রঙিন পৃথিবী সাদাকালো
হয়ে লিখে রাখে নিজের জীবনের গল্প
ক্লান্ত যুদ্ধের শেষে হেসে ওঠে পৃথিবীর মানচিত্র
থেমে যেতে যেতে শুনি জীবনের আয়োজন
ক্লান্তিকর যাত্রায় ক্ষয়িষ্ণু হৃদয় রক্তাক্ত হয়...

No comments:

Post a Comment