Thursday 13 September 2018

মিথ্যে পালক

মিথ্যে পালক
ইমেল নাঈম

রেখে দাও একটু পালক, শোকসভার শেষে যাযাবরের
মতো কেউ তো চলে যায় দূরের পথে, রাখে না খবর
মিথ্যে প্রলোভনে গা ভাসিয়ে রেখে দিই পুরনো হিসাব

কপালের রেখাগুলো স্পষ্ট, তাতে রক্ষিত থাকে প্ররোচনা
হুঙ্কার ছড়িয়ে মিলিয়ে যাচ্ছে দূরে, ক্রমাগত অসহায়
হচ্ছি নিজের কাছে, খরগোশের মতো দৌড়চ্ছি
ক্রমশ আড়াল হচ্ছে দিনের সুখ, মোড়কের প্রহসনে।

দিনগুলো ম্লান হতে হতে মুছে যাচ্ছে রোজ, পুড়ে যাচ্ছে
অরক্ষিত আবাসন, প্রাচীর ঢাকা গোপন অট্টালিকা
সাইরেনে ভেসে যাচ্ছে সন্ধ্যার আকাশ, মুছে যাচ্ছে
লিপিবদ্ধ পাপ, চেনাজানা ব্যথারা নিমন্ত্রিত হয় রাতে

দূর দেশ থেকে ভেসে আসে, আত্মভাবনার শেষে
গতিময়তার কাছে হেরে যাচ্ছি রোজ, হাঁপিয়ে উঠছি...
ঝরে পড়ছে সকালের ফুল, বিরান হচ্ছে বাগান,
নির্বাক প্রহসন ছাড়া বাকি থাকছে না কোনো কিছু।

খোলসবদ্ধ কিছু সময়ের কাছে এসে হেরে যাচ্ছি
আত্মপ্রবঞ্চক হয়ে চলে যাচ্ছে একেকটি দিন
শব্দের কাছে এসে নতজানু হচ্ছি নিয়ম মাফিক
পুড়ে যাচ্ছে অদৃশ্য ঘর যার ছাইটুকুও অদৃশ্য।
এতো অদৃশ্যের মাঝে যত্নে থাকুক মিথ্যে পালক...

No comments:

Post a Comment