Thursday 20 September 2018

দূরের হুইসেল

দূরের হুইসেল
ইমেল নাঈম

মুহূর্তগুলো রঙিন হয়। ধূসরে বাঁধা পৃথিবীটাও কেমন যেন সেজে ওঠে হঠাৎ। আবীর বিকেলগুলো রাঙিয়ে নেয় নিজেকে। দূরের জংশনে এসে থেমে যায় পৃথিবীর সকল যান। শীতল বাতাস বিনেদী কায়দায় এসে হুড়মুড় করে ভিজিয়ে দিয়ে যায় আমায়।

সান্ধ্যকালীন নীরবতাকে ছুঁয়ে দেখার এই মুহূর্তটুকু অমূল্য। দীর্ঘ আক্ষেপে পুড়ে যায় আমাদের চাওয়া পাওয়ার সব হিসাব। দৈনন্দিন চাহিদাগুলো মলিন হয়ে যায়।আকর্ষণহীন পড়ন্ত বিকাল হ্যালুসিনেসন ছড়াতে ছড়াতে লুকিয়ে যাচ্ছে ব্যস্ত সড়ক ফেলে জারুল বনের দিকে।

এই সুযোগে এই শহরের মানুষগুলোকে চিনে নিচ্ছি সিগারেটের ধোঁয়ায়, চায়ের কাপে বিষণ্ণতার দাম এখন ছয় টাকা মাত্র। প্রেমিকেরা চুমু খেতে ভয় পায়। সন্ধ্যাটিও সাদাকালো হয়ে উঠছে বেখেয়ালি আচরণে।

জাগতিক বিষণ্ণতা মাপা শেষ হলে উঠে দাঁড়াই। সৌখিন মানুষের কান্নার রঙ আঁকতে বসে হারিয়ে ফেলেছি সঙ্গীতেএ ভাষা। বখাটে যুবকের প্রেম দেখে হেসে ফেলেছি ভুল করে।

নিজেদের ভুলে অনাকাঙ্ক্ষিতভাবে আমরা সরে যাচ্ছি কাল্পনিকতার উপরে ভর করে। অথচ দূরের ইস্টিশন থেকে ভেসে আসে হুইসেল— অনাদরে, অবহেলায়।

No comments:

Post a Comment