Saturday 8 September 2018

অবাস্তব অনুভূতি

অবাস্তব অনুভূতি
ইমেল নাঈম

জীবনের অসমাপ্ত আয়োজন থেমে যাক অবেলায়। কোথাও থেমে যায় আয়োজন। দাঁড়াও রেখে যাও। কিছু স্পর্শ প্রজাপতি হয়ে ওড়ে। ক্লান্তি থামে, দূরের দেশে থেমে যায় বিরহ সঙ্গীত। ক্লান্তি নামে দুচোখে। দূরত্বের সাইরেন থেমে যায়, কিছু মুহূর্ত জেগে ওঠে বালুচরের মতো। সৈকতে থামে প্রহসনের সব অংক।

অঙ্কিত সব দৃশ্য, মোহনিয়া কিছু বাতাস এখনো উঁকি দেয় মনের বারান্দায়। রেশ টেনে আটকে দিয়েছি পিছনের দরজার। সামনে কেবলই ধূসর... নিজেকে নিয়ে ভাবছি না আর! বিশাল প্রশ্নবোধকের কাছে এসে থেমে যাই। নিজেকে প্রশ্ন করি। বিনিময়ে বেরিয়ে আসে একই ফলাফল। বিনিদ্র রাতের সঙ্গীতে সঙ ধরে যায় ভিতরের মানুষটি।

যাত্রাপথের শেষটুকু আজও জেগে আছে সবটা নিয়ে। ভ্রান্তি ছড়াচ্ছে শুধু। কল্পনার প্রেমগুলো রঙিন থেকে ক্রমশ সাদাকালো হচ্ছে, সাদাকালো থেকে আবছা... নিজেকে নিয়ে অনেক ভুলভাল খেলা হলো। সময় অপচয় করে থেমে গেছি শেষ প্রান্তে এসে, প্রান্তিক শিল্পীর মতো নীরবতার সন্ন্যাসে ব্রত হয়ে গেছি।

মোহ ভাঙলে নিজের জন্য কিছুই থাকে না। এশট্রেতে জমাটবদ্ধ ছাই, আর মুঠোফোনের জমে থাকা বার্তা। এরবাইরে ঘামের গল্প, আবেগের কাব্য, বাস্তবতার অংক। বহুত প্যারামিটার এসে থমকে দেয় আমার চারপাশ। অন্ধকার গভীর হলে কিছু সুর নিজের কাছে ফিরে আসে— কল্পনায়, অবাস্তব অনুভূতি নিয়ে। চোখ মুছতে মুছতে সকাল আঁকতে থাকি।

No comments:

Post a Comment