Wednesday 26 September 2018

জিপসির কবিতা

জিপসির কবিতা
ইমেল নাঈম

একদিন হুট করেই পালিয়ে যাবো। দূরের পথে অনাদরে পড়ে থাকা বুনো ফুলের দলকে মাড়িয়ে চলে যাবো দূরের পথে। ঝরে যাবে পরিচয়ের প্রতিটি ধাপ। অচেনার বেশে— জিপসি প্রেমিকের মতো নীরবে পাঠ করে যাবো শরীরের প্রতিটা বাঁক। হারিয়ে ফেলা পথে পথে ঘুরবো। সবটুকু ঘুরে আবার দাঁড়াবো পুরোনো জায়গায়।

পলাতকা সময় আঁকবো, নীরবতার বুকে ছুড়ি চালিয়ে পলাতক হবো। মানে খুঁজবো অকারণে। উপশম দেখে খুশিতে তালগোল পাকিয়ে ফেলবো। মফস্বলের ঘ্রাণটুকু বুকে, চিবুকে, চোখে, মুখে লাগিয়ে হাসতে হাসতে অবহেলার মন্তব্য শুনিয়ে ফেলবো।  অদ্ভুত হাসি হেসে জানান দিবো নিজেকে।

পথ হারিয়ে ফেলা মানুষের মধ্যে নিজেকে অচেনা মনে হবে না। শান্তির পায়রা উড়ে যাবে আকাশসীমায়। অথচ আকাশ আমার নয়। মাটি কী আমার? উত্তর জানি না। শুধুই জানি উদ্দেশ্যহীন উদ্দেশ্যে বেরিয়ে গেছি। নির্বাক সময়ের হাতেঘড়িতে কিছুটা ভুল অবধারিতভাবে নেমে আসবে আমার আঙুলে।

বিনির্মাণের ফাঁকে অনেক কিছুই জানা হবেনা আমাদের। রক্ষিত আলিঙ্গনগুলো পুরোনো হিসাব মেলাতে ব্যস্ত হবে।  আর তার মাঝে কিছু প্রহসনের মুহূর্ত গান গাইবে হেঁড়ে গলায়। প্রান্তিক সুখে কিংবা মৃদু বিলাসিতায় ভেসে যাবে শহর থেকে অনেক দূরে।

জিপসিরা পাখিদের মতো, পাখিরা বেহায়া। উড়ে যায় সকালে আকাশ থেকে। ফিরে আসে আবার সন্ধ্যায়। মাটিটিকেও আমার নয়, বরং আশ্রিতের চোখে দেখে ফেলি পৃথিবীর রূপ, ব্যঞ্জনা।

No comments:

Post a Comment