Wednesday 19 September 2018

প্রাহসনিক

প্রাহসনিক
ইমেল নাঈম

বহুদিন পরে একটা ঝড়ো বাতাসের সামনে দাঁড়ালাম
মেঘের কাছে রেখে দিলাম অভিযোগের বারতা
অথচ, আমাদের চোখের ফাঁকে অদেখা সমুদ্র হাসে
পেরিয়ে যাচ্ছি তেপান্তর, আড়ালে লুকচ্ছি কেবল

মেঘের দেশে প্রণয়ের ছাপ, মুছে যায় ক্ষতচিহ্নরা
চিহ্নিত ভালোবাসাও মুছে যাচ্ছে, রেখাগুলো ক্রমশ
স্পষ্ট হতে হতে দাগ কাটছে গভীরে— ক্ষতস্থানে;
ফানুশের মতো উড়ে যাচ্ছি, গন্তব্যহীন পথ ধরে

দূরত্বের মাপকাঠিতে যাযাবর! বেদুঈন প্রেমিক!
দূরবর্তী সংকেতের অপেক্ষায় কাটিয়ে দিচ্ছি
থেমে যায় পাখি জীবনের যতো বেখেয়ালি অংক
হেঁয়ালি বাতাসের মতো উড়ে যায় কল্পনার বীণ

নির্বাক কিছু শব্দের সামনে এসে দাঁড়াই
থেমে যাও, মুহূর্তের সামনে এসে
দেখা না হওয়া কিছু আলিঙ্গন লিখছি
ব্যস্ত খাতায় উড়ে যায় বিনিদ্র দিন

ঠকিয়ে যাচ্ছি নিজেকে, অভিনয়ের মঞ্চে দাঁড়িয়ে
বুঝেছি লিপিবদ্ধ যা কিছু তার পুরোভাগে প্রহসন

No comments:

Post a Comment