Wednesday 4 May 2016

দর্শন

ইমেল নাঈম

আচম্বিত রূঢ় বাস্তবের সামনে খাঁড়াইতে হয়।
ফকৃতির গতিবিধি বুঝি না, তাই ব্যকরণের
ভুলে বারবার হারাই ফেলি আফন ফথ
এরোই মাঝে বদলি যায় অনেক কথাবার্তা

ছ্যাবড়া খাওয়া একটা সকাল উঁকি মারে
দুয়ার খুলে চাই, চোখে কিছুই ঠাহর হয় না
আগদুয়ার থেকে চোখ দিই বাইন দুয়ারে,
দেখি রশি ঘরে - উনুন জ্বলে, আর দেখি
মিঁয়া বাড়ীর ফুস্কুনির ঘের'র মাছ ধরা

ব্যাককিছু দেখি, তবুও কি জানি দেখি না...

আহা! সোনামুখ কতকাল দেখিনা তোমায়
কি আরো? কেমন কাটে তোমার দিনকাল?
খানিক বাদেই কামে যামু সদরে, কাম করনের
লাই করি, মন টা ফড়ি থাকে তোমার কাছে

বর্ষা শ্যাষেই ফিরমু, কিন্তু ওই বাস্তবিক রূঢ়...
হের সামনে নিজেরে খুব অসহায় লাগে
চোখে ব্যাককিছুই দেখি, কি জানি দেখি না...

No comments:

Post a Comment