Sunday 2 October 2016

দৃষ্টিসীমা

দৃষ্টিসীমা
ইমেল নাঈম

সময়টা এখন দুর্বোধ্য, চাইলেও নিস্তার নেই
অতীতকে মনে করতেই হারাচ্ছে বর্তমান
স্মৃতিকথায় জমে থাকা কনকনে বাতাস
থামতে না থামতেই গল্প শোনায় অবেলার।

পূবের হাওয়ারা ক্রমশ মিলিয়ে যায় পশ্চিমে
শীতকালের কুয়াশা কাটতে পেরিয়ে যায়
ঘোরলাগা একেকটা সকাল, উষ্ণতা খুঁজতে
আসা পাখিদের সাথে খেতে বসি মোয়া মুড়কি

জীবনের গল্পপাঠে অনেক অধ্যায় অপঠিত
ছোটার গতি শিখেছি। এখন প্রশ্ন করোনা।
সবকিছুর ব্যাখ্যা প্রশ্নের বিনিময়ে হয়না
কিছুটা অনুমান থাকে জলাধারের মতো
মাছরাঙার মতো শিকার খুঁজে বসে থাকতে
পারো ওখানে, উদ্দেশ্যহীন বিশালতা দেখতে।

আলবাট্রস গভীরতা চেনে, নিজেকে দাবার
ঘুটি ভেবে কতটা শীতকাল পার করে দিবো
তুমি গভীরে ডুবতে ডুবতে একটু একটু করে
তলিয়ে যাচ্ছো দৃষ্টিসীমা থেকে অনেক দূরে।

No comments:

Post a Comment