Friday 27 October 2017

নৈঃশব্দ্য - ৩

নৈঃশব্দ্য - ৩
ইমেল নাঈম

ডোডো পাখির মতো হারিয়ে যাও
নীহারিকা পথের ভিড়ে কিছু নক্ষত্র আজও জ্বলে
স্পর্শের বিনিময়ে জিতে নিয়েছো সব অংক,
এলোকেশী চুল লিখছে কবিতা বুকজুড়ে...

ভাত ঘুমের পরিবর্তে এক কাপ চা আসে
অফিস ডেস্কে বাজে আশির দশকের গান
মুখ বইয়ের পৃষ্ঠায় দেখি তোমার মুখ
মূকাভিনয় শিখে নিয়েছি হিল্লোল উৎসবে

আনন্দের ভাষা শেখা হয়নি আমার
আমি চোখ দেখে অনুমান করি দৃশ্য কল্পের
বিনিময়ে পুড়ে যায় বুক তীব্র ক্ষরণে।
নিকোটিন পুষে রেখেছি তোমার বিনিময়ে...

আহামরি গল্পের ভাজে নৈঃশব্দ্যতা লিখি
নৈবেদ্যর আশায় উড়িয়ে দিই নিজের মনন
হাহাকারে লিখে রাখি অপরিকল্পিত বর্তমান

নৈঃশব্দ্য আমাকে পরিণত করে যুদ্ধের জন্যে...
যুদ্ধশেষে দাঁড়িয়ে থাকে প্রলেতারিয়া মুহূর্ত।

প্রকাশকালঃ ৭ কার্ত্তিক ১৪২৪

No comments:

Post a Comment