Sunday 20 May 2018

আবহাওয়া সংবাদ

আবহাওয়া সংবাদ
ইমেল নাঈম

দূরবর্তী প্রেম ঢেকে দেয় কাছের নীরবতা
কাচের শহরে চুপিসারে নামে ক্লান্তিকর রাত
মোহনা ফেলে চলে যাচ্ছে দূরে সোনালি মাছ
হিসেবের বাইরেও থাকে হিসাব — লুকোনো
অভিধানে নামে নীরবতার হেয়ালী মোচ্ছব।

পুরোনো খাতায় লেখাগুলো স্মৃতির রোমন্থন
এভাবে ফিরে আসতে পারো ভুলের নামতায়
উপড়ে পড়া মানুষের কোলাহল থেমে যায়
বাঁশীর সুরে ভেসে যেতে পারে বৃষ্টিস্নান দিন...

উপচে পড়া দিনের হিসেবে ক্রমাগত পাপ
ফুসমন্তর করে উড়ে যাবে জীবনের সঞ্চয়
নস্টালজিক মন আবহাওয়া অফিসের
খবর জোগাড় করে ক্লান্তি ঝরাবে আঙিনা

খবরে ভেসে আসবে বৃষ্টির দিন প্রেমিকদের
জন্য লঘুচাপ, ক্রমান্বয়ে ঝড়ের পূর্বাভাষ
সজোরে বৃষ্টিপাত কান্নার সিম্বোল,
মনুমেন্ট গড়বার আদিম উপলক্ষ মাত্র

আর তার দূরবর্তী বিপদ সংকেত মাত্র চার,
ভয়ানক হতে দুটো রাতই অপেক্ষমান।

No comments:

Post a Comment