Wednesday 23 May 2018

মুহূর্ত কোলাজ

মুহূর্ত কোলাজ
ইমেল নাঈম

১।
রেখে দাও জীবনের হরিৎ আয়োজন
ভ্রান্তির বিনিময়ে খোঁপায় বাঁধো ভুল
বিন্যাসে সাজানো স্তূপাকৃতির দুঃখ
মলিন ক্যানভাসে আর ছবি আঁকো?

২।
বুকের ভাঁজে লুকোনো সব প্রহসন
এক্স ফেক্টরও মাঝেমাঝে হানা দেয়
নির্বাসনের মাঝে জানে না মন...
প্রকৃতিও নিঃস্ব দেখে নিষিদ্ধ গন্ধম।

৩।
হাতের মুঠোতে ধরে রাখছো সবটুকু
কারো কাছে ভুলেও প্রকাশ করছো না
অপ্রকাশিত থাকছে মায়া জীবনের গল্প
নায়ক নায়িকা নয়, আমার বৃষ্টি প্রিয়।

৪।
পঙখীরাজে চড়ে এঁকে ফেলতে পারো...
ঘুমহীন চোখে লিখছি নির্ঘুম তোমাকে
বিনিদ্র রাতে পুড়ছে শলাকা নিকোটিন
দেশলাই বাক্সের মতো ভেঙে যায় মন।

৫।
পাহাড়ের বুকে জমাট লিপিবদ্ধ বর্ণমালা
এতটা পথ হেঁটে তুমি রইলে আচেনা...

No comments:

Post a Comment