Thursday 17 May 2018

অবস্থান

অবস্থান
ইমেল নাঈম

থামো। সময় হয়নি যাবার। পিছনে ফিরে দেখি
একটা আবছা আলো ঘিরে রেখেছে চারদিক
খুব অসময়... কোথাও জায়গা নেই জিরবার।

ক্লান্তি মুছে চেয়ে দেখি বিকাল নামলো কেবল
নিজেকে বারবার প্রশ্ন করতে বসি
উত্তরের আশাটুকু গুড়েবালি হয়
বিচ্ছিন্নতার কাছ থেকে জেনেছি দুঃখশ্লোক।

নীরবতাও কথা বলে, মন কেমনের ভিড়ে
অস্পষ্ট শব্দগুলোর কাছে ঋণী নই
শূন্যতার পাঠ... বিনিময়ে থাকে কোমলতার
বিপরীত মেরুতে দাঁড়ানো মনখারাপটুকু।
মাটির কাছে লিখে রেখেছি দিনান্তের কথা
রুক্ষতা আঁকতে বসে তালগোল পাকিয়েছি

নিবারণ করতে পারিনি ভিতরের সত্তা
কথোপকথনের ভাজে আলটপকা খসেছে
গোপনীয় স্থান, চোখেরা হয়েছে দর্শক
তখনই পরিব্রাজক মন ছুটি নিয়েছে
জগত থেকে — কল্পকথায় জমেছে ক্ষণ

আমি ঈশ্বরের বিপরীতে দাঁড়িয়েছি শুধু।

No comments:

Post a Comment