Thursday 17 May 2018

আঘাত

আঘাত
ইমেল নাঈম

প্রতিধ্বনিগুলো ফিরে আসে নিজের কাছে
অক্ষরের সমন্বয়ে গড়েছি ভুলের সংসার
যাত্রাপথ আটকে গেছে সাইরেনে,

জলের কাছে রেখেছি, পাতার কাছেও রাখা
আছে জমাটবদ্ধ জীবন তুমুল আয়োজন।
নম্রতার বিনিময়ে হুট হাট মরে যাওয়ার
প্রবল ক্ষুধা জেগে ওঠে অবচেতন বিন্যাসে

পরীক্ষার খাতায় লেখা শব্দগুলো আজও
মলিন হয়, তত্ত্ব আর বাস্তবের মাঝে অমিল
দেখে হেসে গালি দিয়ে ফেলি নিজেকে

অর্থহীন কিছু শব্দ সুরকে টেনে নিয়ে যাই,
মন ঘুড়ির সাথে নাটাইয়ের আত্মীয়তা নেই
আর শিকড়ের সাথে যোগাযোগটুকু মুছে
যাচ্ছে পলিমাটির তীব্র ক্ষয়িষ্ণু মনোভাবে।

বাধ্য নই জবাবদিহিতায়, চাওয়া পাওয়ার
হিসেবে লিখা নেই দস্তখত, ভগ্নাংশ দিনের
মতো নিজেকে ভাগ করা যায় অসমভাবে

বিষম খেতে খেতে গিলে ফেলেছি অপমান
ছুঁড়ে দেয়া প্রতিধ্বনি পুনরায় ফিরে আসে,
সেগুলো এখন আমাকে আহত করে না

তারা জানে ব্যর্থকে আঘাত করে লাভ নেই।

No comments:

Post a Comment