Tuesday 15 May 2018

বিমূর্ত আয়োজন

বিমূর্ত আয়োজন
ইমেল নাঈম

বিমূর্ত হয় চেনাজানা দৃশ্য, নিজের কাছেই অচেনা
সত্য মিথ্যার খোলসে আটকে ফেলি নিজেকে
অবয়বগুলো মিথ্যে বিভ্রান্ত — বিলাসিতায়...
আটকে ফেলেছি বিগত দিনের পাপ পুণ্যে
নির্বাক অনুরণনে রাখি অনুভূতির পালক।

গল্পের মোড়কে আটকেছে গতরাতের মলিন
দৃশ্যপট, শুধু জেগে থাকে নির্ভুল হিসাব
প্রান্তিক গল্পের শেষে বিচ্ছুরিত আলোছায়া
আর সমান্তরালে আঁকি মুগ্ধতার প্রলেতারিয়া।

ঝড়ের শেষে জেগে থাকে দুটো আঙুল, বিনিময়ে
লিপিবদ্ধ কবিতাগুলো দারিদ্রসীমা আঁকে
কাস্তে, হাতুড়ি ব্যর্থ সভ্যতার নির্মাণে
কিম্বা প্রহসন অট্টহাসি হাসে
দুনির্বার শব্দের কাছে মোহাচ্ছন্ন হতে ভুলেছি

অবহেলায় মাটিতে জমাটবদ্ধ  রক্ত পালক
ঝড়ের শেষে গুমোট
আবহাওয়া খুঁজে ফিরছে
দ্রুত পালটেছে চেনা রাস্তাঘাট
অভয়ারণ্যেরও মানে বদলে গেছে
থমকেছে পঞ্জিকার পাতা, শূন্যতা গাইছি...
সব শান্ত হলে দৃশ্যগুলোর গা থেকে রক্ত ঝরে।

No comments:

Post a Comment