Monday 28 May 2018

বৃত্ত ভাঙার গান

বৃত্ত ভাঙার গান
ইমেল নাঈম

বৃত্ত ভাঙার গানটি শোনা হয় নি আমার
যদিও যত্নে রেখেছি অভিমানগুলো হাতের মুঠোয়
অনুভব মুছে গেছে — রয়ে গেছে ভ্রান্তি — পুরনো
প্রাচীর খুলে দেখে নাও জীবনের মিথ্যেটুকু

অবিশ্বাস জেগে ওঠে, হাতের ভাঁজে ভাঁজে
খেলা ভাঙার করুণ শব্দে মুছে যায় চিহ্ন,
নির্বাসনের মানে জানে না, করুণ চোখ লিখে
রাখে অবিন্যস্ত প্রহসন, চুপচাপ দাঁড়িয়ে
দেখতে থাকি, নিজের কাছে অচেনা লাগে সব।

বিমূর্ত অবয়ব আরো অস্পষ্ট হয়
মূকাভিনয়ের ফাঁকফোকরে জেগে থাকে আপন
মুহূর্তগুলো আড়াল খুঁজতে ঢুকে গভীরে
ম্লান শব্দগুলো মলিন থেকে মলিন হয়,

রঙ ওঠা কিছু স্মৃতিকে ঢেকে রাখি চাদরে
চুপ করে শোনো নীরবতার গোপন ভাষা
ঘড়ির কাটায় কেবল টিকটিক, পেরিয়ে যায়
দাবার বোর্ডের গুটিগুলোর গোপন সাধনা।

No comments:

Post a Comment