Thursday 16 August 2018

শিরোনামহীন কবিতা – ১

শিরোনামহীন কবিতা – ১
ইমেল নাঈম

গোপন সংকেত! ডেকে যায় ধুলোমাখা পথ,
নিজের বলে কিছু নেই, প্রান্তিক শব্দসাজ
ব্যর্থ হয়ে ফিরে আসে পিছনের পথে।
বারবার আহত হই তবুও ফিরি না ঘরে—
নির্ভার শব্দের কাছে রেখে গেছি ঋণ।

ছুঁতে চাওয়ার বিনিময়ে হেরে যাওয়া দেখি
বিক্রি হওয়া নিজেকে মাপি অন্য চোখে,
ঘোলাটে দৃশ্যপটে লিপিবদ্ধ সময়ের সাঁঝ
সমাবেশ ভাঙলে দাঁড়িয়ে থাকি একা
নিঃসঙ্গতার ভাঁজে হাসছি অন্য আমি।

নিযুত চোখের অজস্র কাতরতা দেখছি
মলিন বুকে হেসে যাই— অর্থহীন হাসির
অর্থ মাপতে বসে ভুল করছি অংকে
অপেক্ষায় থাকি, কোনো মঙ্গলধ্বনির
ধ্রুপদী সঙ্গীত থেমেছে অনেক আগেই।

চোখে ভাসে সুন্দর মোড়কে প্রতারণা
আহ্বান মুছলে সামনে কেবলই অন্ধকার
ঘড়ির কাঁটা থমকেছে, ক্লান্ত আমার
সামনে অপেক্ষা ছাড়া কোনো গতি নেই।

No comments:

Post a Comment