Sunday 19 August 2018

বিরহ বাগান

বিরহ বাগান
ইমেল নাঈম

দুঃখের সমাবেশ ফেলে চলে যাই দূরের পথে।
আলো নাকি অন্ধকার? ভাবতে ভাবতে বেজে ওঠে
প্রলয়ের সাইরেন, মুহুর্মুহু শব্দগুলো হঠাৎ মুছে
যেতে থাকে... আলোকচ্ছটা মুছে যায় অসময়ে।

ব্যথাতুর, সাম্যহীন একটা সময় আঁকতে বসেছি
পিছনের আঘাতটুকু সয়ে নিচ্ছি, বিনিময়ে হারিয়ে
ফেলছি একান্ত সময়গুলোকে, বিনির্মাণ সূত্রে
কেবলই হাহাকার— ক্ষয়িষ্ণু মুহূর্তের শিলালিপি
মুছে যাচ্ছে অমানবিক আঘাতকে সাক্ষী করে।

ঘড়ির কাটা বদলে যায়, বদলে যায় মুখোশগুলো
নিজেকে নিয়ে ভাবতে বসি, অজস্র শূন্য পাতার
পরে শেষ পৃষ্ঠাতে গিয়ে বুঝি নিজের অক্ষমতা...
শব্দহীন, সন্ধিহীন নিজেকে দেখে হেসে ফেলি।

চাষাবাদের শেষে থমকে যায় বিরহ বাগান
ফুল ঝরে গেছে, নিরাশ মৌমাছিরা ফিরে গেছে
ক্রমশ বিরহবাগানটিও সেজে উঠছে ধূসর বর্ণে।

No comments:

Post a Comment