Saturday 25 August 2018

প্রতিবিম্ব

প্রতিবিম্ব
ইমেল নাঈম

আয়নার ও'প্রান্তের বন্ধুটিও আমার মতো দুঃখ পোষে।

চেয়ে দেখো, কপালের বলিরেখায় ক্লান্তির ছাপ 
চোখ বেয়ে নিভৃতে নেমে আসে নির্জন অভিমান 
নীরবতাও কথা বলে, অনেক দৃশ্যপটের ভিড়ে 
একটা স্পর্শ বদলে যায় অভিযোগের পাহাড়ে।

হাত ছুঁতে ক্লান্ত হই, নাগরিক পাখির কণ্ঠে ঝরে 
অধিকারহীন হবার সনদ। জগদ্দল পাথর সরালে 
শব্দরা নিঃস্ব হয়। প্রতিদিন বেঁচে থাকার মানসে 
মৃত্যুকে আলিঙ্গন করে—এই আলিঙ্গনের পরশ 
নিয়ে কেটে যায় প্রতিদিনের বিরামহীন কার্যক্রম।

ওই পাশের অবয়বটুকু অবিকল আমার মতো। 
দুঃখের বৈজ্ঞানিক চাষাবাদে ব্যস্ত এক মনোবিদ, 
অবলীলায় দিন যাপনের দৃশ্যপট আঁকে প্যাস্টেলে। 
বন্ধুটির চোখ, মুখ, নাক, গ্রীবা, চওড়া বুকে 
প্রতিধ্বনিত হয় স্বপ্নসুখের ভগ্নাংশ, ভাঙা ফুলদানি।

ওপাশের বন্ধুটির উপরে জন্মায় আমার যত অবিশ্বাস।

No comments:

Post a Comment