Monday 20 August 2018

ছায়াপথ

ছায়াপথ
ইমেল নাঈম

কার মুখ দেখো? কোথাও তো আঁকা নেই স্পর্শ।
প্রশ্ন করে দেখো— উত্তরফল কী তা নিয়ে ভেবো না
অনেকে পালিয়ে গেছে আগে, এ পথ কণ্টকাকীর্ণ।
প্রলেপ মুছে ফেলে একটু হাসো, নির্বাক মুখের
ভাষাটিও আনমনে লিখে রাখছে ধ্রুপদী ঘৃণা,

প্রশ্ন করা ভুলে যাও, অনেক হয়েছে প্রহসন।
পেরিয়ে যাও ভুল বারান্দা, মায়ায় বেঁধো না আর
কিছু ক্ষত মুছে যাবে সময়ের করাঘাতে, বিনিময়ে
জ্বলবে না পাওয়ার ক্ষতবিক্ষত বুকের আর্তনাদ
চুপচাপ সয়ে যাবে, অভ্যস্ত হয়ে যাবো দ্রুতই।

কিছুই দেখা হয় নি আমার, একঘেয়ে ভালবাসার
নিকুচি করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছি, বিভ্রান্তি
নিয়ে অপেক্ষা— যেনো হারিয়ে ফেলা পিয়ানোর সুর
অর্কেস্ট্রা থেমে গেছে বিদায়ী সঙ্গীতের সম্ভাষণে
চুপচাপ ঝরে গেছে জলের ধারাপাত, শেষের অঙ্কে
মিথ্যে প্রলোভনগুলো দুঃখ নিয়ে হাসছে নীরবে

খেলাঘর বন্ধ হোক, মিথ্যের ফানুশ ওড়া বন্ধ হোক।
নিয়মের বেড়াজাল ভেঙে বেরিয়ে আসুক সত্য
ক্ল্যাসিকের রোমান্স ভেঙে বেজে উঠুক অন্যধারা

নিজেকে বয়ে যাচ্ছি মালবাহী গাড়ীর মতো
আবিষ্কারের নেশায় আটকে ফেলছি আবার,
নিয়মের কূট চালে মায়াজাল ছিন্ন হতে ভয়...
সেই ভয় নিয়ে পেরিয়ে যাচ্ছি নিজের ছায়াপথ।

No comments:

Post a Comment