Wednesday 22 August 2018

নৈঃশব্দ্য কোলাজ

নৈঃশব্দ্য কোলাজ
ইমেল নাঈম

করতলজুড়ে দুঃখ, বিনিদ্র রাতের গল্পে কোনো নায়িকা নেই। জীবনের প্রতি স্তরে থোকায়থোকায় রহস্যগুলো এখনো হেসে ওঠে হুট করে। নিজেকে নিয়ে প্রশ্ন করে উঠি অবচেতন মনে। রহস্য মুছে যায় দূরের দেশে। মুহূর্তগুলো বিমূর্ত অবয়বে হেসে ওঠে চুপচাপ।

আমাদের দিনগুলো মলিন হয়ে যাচ্ছে দিন দিন। রাফখাতায় লিখিত প্রেমের ভাঁজে প্রহসন, নিজেকে নিয়ে ভাবনায় আটকে ফেলেছি দ্রুত। ছুটে চলা পাখির মতোন। মার্বেলের মতো ছুটে যাই অকারণে। লারেলাপ্পার মতো ছুটে যাচ্ছি অবহেলা নিয়ে।

কোথাও তো থেমে যাবার সময় থাকে। শুভ্রতাটুকু নিয়ে হেরে যাওয়ার আগমুহূর্তে কিছু রেশ টিকে থাকে। মূর্ছনা কেটে গেলে নিঠুর বাস্তব আজো হেসে ওঠে। নিজেকে নিয়ে পেরিয়ে যাচ্ছি আল্পস পর্বত। পৃথিবীকে আগলে রাখছি দিনের সব হিসাবটুকু নিয়ে। মরুর কঠোরতা আজো হেসে ওঠে।

কৃষকের মুখ দেখে হিসাব করতে বসো না, পলির জমাটবদ্ধ ঋণগুলো। নির্বাক জীবনের ক্যানভাসে টিকে থাকে কিছু স্পর্শ। খড়িমাটিতে লিখে রাখা কিছু দাগ, নিজেকে নিয়ে প্রশ্ন করতে করতে মিলিয়ে যাচ্ছি অঝোর শূন্যতায়। দিনের হিসাবে রেখে যাচ্ছি মুহূর্তকালীন নৈঃশব্দ্য।

No comments:

Post a Comment