Tuesday 17 May 2016

ঈশ্বরের ছুটি

ঈশ্বরের ছুটি 
ইমেল নাঈম

ঈশ্বর আপনি ছুটিতে যান, অনেক হলো বেলা

নগরীর সাইরেন বাজলে ছুটে যায় মত্ত ঘোড়া
আবেগের ঘাড়ে চেপে বসে নীল প্রজাপতি
ওদিকে স্বর্গের দরজায় বন্ধ করেছে দারোয়ান
কোথায় কে কিভাবে ঢুকবে জানা নেই কারো

জাহান্নাম - আমার ভেনাস, এখনো দাঁড়িয়ে
ঈশ্বর তুমি সিজারের মতো ভেঙো না তাকে
এতোটা আঘাত সহ্য করতে পারবে না ঈশ্বরী

ক্লিওপেট্রা তোমার কাছে বন্ধক আজন্ম ঋণ
ফিরে যাও দূরে। অতো রূপে পুড়িও না রাজ্য
আমি নিঃস্ব হতে বসে রচনা করি জাহান্নাম
তার প্রতিটা স্তরে বেরোয় পটে আঁকা ছবি।

নান্দনিক অভিশাপে পুড়ে যায় আমার রোম, 
পালিয়েই বাঁচি আমি, প্রেম বলতে ইদানীং
কেনো জানি জাহান্নামের ছবি চোখে ভাসে
পুড়ে যাওয়া - হাতছানির গল্পে বিরানভূমিতে
আপনার শ্রাদ্ধের আয়োজন করি অজান্তে।

ঈশ্বর আপনার চিরস্থায়ী ছুটি , আমিও প্রস্তুত
যুদ্ধসাজে কিন্তু ছদ্মবেশী প্রতিপক্ষ খুব ধূর্ত...

No comments:

Post a Comment