Tuesday 31 May 2016

বিষণ্ণতার ক্যানভাস

বিষণ্ণতার ক্যানভাস
ইমেল নাঈম

মৃত্যুকে ছুঁয়ে দেখি। প্রাণহীন অশ্বথ গাছে লেখা থাকে ইতিহাস। লাকড়ির চুলোত বেঁধে রাখা প্রেম আর অভিমান। আকাশটা বড় বেহায়া। শরতের মেঘ কেটে উড়ে বেড়ায় বর্ণিল ঘুড়ি। ঘুড়ির যত গল্প তার পুরোটা আমিময়। নিজস্ব বিজ্ঞাপনের বাজারি কোনো শব্দ থাকেনা, মান অভিমান নিয়েই লিপিবদ্ধ সামাজিক ক্যানভাস।

অবসরে আকাশ আঁকি। সবুজ রঙা আকাশ কালচে মেঘে ঢেকে দিই। ফুরিয়ে গেছে আনন্দের যত আয়োজন। কতদিন রোদ বৃষ্টিতে ভেজেনি পড়ন্ত বিকাল। ছবির মতো মুখ, তেলরঙের আঁকিবুঁকি। অন্যরকমের মায়া, অথচ মুখে কোনো হাসি নেই। শুকনো মুখ আটকে রেখেছে এক বিকেল অভিমান।

অভিনয়ের সংলাপ মুখস্থ করি, আওড়ে চলি আয়নার সামনে। কথার পিঠে চড়ে পেরিয়ে যায় সময়। সামনাসামনি হলেই ভুলে যাই উদ্দেশ্য - বিধেয়। ব্যাকরণ বুঝি না ঠিক, সময়ের নির্যাসে রাখিনি হাত কোনো হাতে।

ফাগুন বিলাস নামক কোনো অসুখে আক্রান্ত করি নি নিজেকে। পিছুটান আর মেঘ পোড়ানোর গল্প, আসি করেও না আসা একটা প্রতিবিম্ব, কিম্বা বোঝার আগেই নীরব প্রস্থান, সেই গল্পগুলো অমীমাংসিত থাকুক....

....ইদানীংকালে, পৃথিবীতে প্রতিদিনই একটা বিষণ্ণ সন্ধ্যা নেমে আসে।

No comments:

Post a Comment