Thursday 19 May 2016

জীবন প্রবাহ

জীবন প্রবাহ
ইমেল নাঈম

স্যাঁতসেঁতে প্রাচীর খুলে বেরিয়ে আসেনা আলো
অজস্র ঋণে জর্জরিত আজ উত্তরের জানালা
প্রান্তিক শহরে আজ আনন্দের বিজ্ঞাপন নেই —
সেইসব স্বপ্নকথন কে রূপকথার আদলে
রূপ দিতে গিয়ে চাকরী হারানোর পথে প্রেমিক

পানামা পেপারস জুড়ে ধানি মরিচের বিজ্ঞাপন
গিলতে বসে ঝাল লেগে গেছে তৃতীয় বিশ্বের
সোনালী ধানের মৌসুম, ধান মাড়াইয়ের কল —
সেও নব্য প্রেমিক সেজে মতো অভিমান করে
কালবোশেখি কতটা কালো তা পরিমাপ করতে
বসে অসহায়ত্ব খসে পড়ে ক্যালকুলেটরের।

এই শহরের কবিরাও বড্ডবেশি ছেলেমানুষ
তারা বুকে টেনে নিতে জানে আবার ছুঁড়তেও
শিখেছে... নোংরা শব্দমালার ডিস্টেম্পার
দেখে ধারণা করি — তারা কবিতার আদলে
অর্থহীন কিছু সুন্দর বাক্যের জন্ম দিয়েছিলেন।
আমি ভাবতে থাকি সেই সমস্ত সৃষ্টি নিয়ে।

দূরের বটগাছ তুমি আরেকটু নত হও প্লিজ...

No comments:

Post a Comment