Tuesday 31 May 2016

দৌড়

দৌড়
ইমেল নাঈম

সমুদ্রের বুকে একটা স্পন্দন লেখা থাকে। ঐকতানে বেঁধে দেওয়া সুর টুংটাং শব্দে খেলে যায় দূরের পথে। ক্লান্তি আজ একাই খেলছে খেলাঘরে। নিক্বণের শব্দ পাঠ নেই। নেই নীরবতা ভাঙানো স্রোতের কণার উল্লাস। ফেলে আসা সবটুকু যেনো মিথ্যে পরিচয়। একটা পৌরাণিক ব্যাপার হয়তো লুকিয়ে। স্প্যানিশ গিটারের ধ্রুপদী শব্দ নেই, একই বৃত্তে ঘুরপাক খাচ্ছেন নিলয় কুমার দাশ। ঈশ্বরের কোনো কাজ নেই, দীর্ঘ ভ্রমণ শেষে এক প্রশান্তির ঘুমে ব্যস্ত। 

সাগর পাড়ে একা কেউ আসে না। যখন আসে তখন আঙুলে ঝুলতে থাকে কৃষ্ণচূড়া ফুল। এর বাইরে কেউ এতোটা রোম্যান্টিক হতে শিখে নি। ছুপছুপে বৃষ্টি নামলে চুপচাপ ভিজতে থাকে গিটার। গানের গলা নেই, বুকে প্রেম আছে অলিখিত। দৃষ্টির অগোচরে স্বপ্নের পরিসীমায় ত্রিকোণমিতির সূত্র আঁকতে বসেন নি মিসরীয় কুমারী। এরকম অজস্র সুপ্ত অথবা প্রকাশিত কোনো প্রেমই পাঠ্যবইয়ের সিলেবাসে পাওয়া যায় না। 

ঐতিহ্যগতভাবে কোনো স্বর্ণযুগ নেই পৃথিবীর। যেগুলো আছে তার গায়েও চুনকাম করে দেয়া যায় অর্ধ-অবচেতন সুখে। প্রেম নিয়ে সবগুলো কবিতাই যেনো কক্ষপথ হারিয়ে পৃথিবীতে নেমেছে। এরপর মানুষের মাঝে চাষাবাদ, ধীরে ধীরে গ্রাস করেছে সবটুকু সত্ত্বা। আমি বা আমার প্রাক্তন প্রেমিকারা কেউ কখনো প্রেম শিখে নি। 

আর না শেখা জিনিসের পিছনে এখনো সবাই দৌড়চ্ছে সময় আর অসময়ের মারপ্যাঁচে।

No comments:

Post a Comment