Tuesday 31 May 2016

স্পর্শ

স্পর্শ
ইমেল নাঈম 

কলম পুষে রাখে অস্বস্তিকর কিছু মুহূর্ত। লিখতে চাইলেও লেখা যায় না অনেক কিছু। যতি চিহ্নের খামখেয়ালিপনায় নিজেকে গুটিয়ে নিই শামুকের খোলসে। দাঁতে দাঁত চেপে শরীরের উপর দিচ্ছি অমোচনীয় প্রলেপ। মান অভিমানের অপঠিত অধ্যায় নেই আহত জীবনের পালকে।

অবিধানে প্রেম শব্দটা আজও অব্যাখ্যাত, বড়োজোর উষ্ণতা খুঁজতে গা ঘেঁষে থাকা ছাড়া নতুন কোনো শব্দ নেই। এটুকুতেই পাড়ি দিয়ে দিচ্ছো মহাদেশ। মুখে একদানা শস্য, আর তাতেই রটে যায় প্রেম কাহিনী। সেখানে চলে তৃমাত্রিক এনিমেশন ফিল্ম। আমাদের প্রলেপ শক্ত হয়ে ওঠে ফ্যান্টাসি খুঁজতে খুঁজতে।

সাহিত্যের পাতায় অমর সব সৃষ্টি বিরহের। অতো ফ্রাস্ট্রেশন বুকে চেপে কিভাবে পাতার পর পাতা লিখেছিলেন, সেটা সত্যি চিন্তার খোঁড়াক দেয়। প্রেমহীন জীবনে চড়ুইভাতির আয়োজন করি কালবোশেখির দিনে। বলতে না পারার অংকে আমিও ফেইল করা কোনো ছাত্র। নিজের ভবিষ্যৎ নিয়েই ভ্রুকুটি এখনো সংকুচিত করি নি।

একা থাকা আর একা রাখার মাঝে তফাৎ গড়ে দেয় স্পর্শ।

No comments:

Post a Comment