Thursday 17 November 2016

বাউল

বাউল
------ ইমেল নাঈম
 
বাউল আগ্রাবাদ এসো তোমায় পোস্টমর্টেম করবো,
তোমাতে নাকি পাওয়া গেছে দূষিত রক্তের ভ্রূণ।
তোমার বাউলিয়ানা শৈল্পিক বুকে ছোবল মারার
সুদৃঢ় প্রত্যয়ে আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে একদল
ঈর্ষাপরায়ণ সাপুড়ে, বন্দী রেখেছে তোমার প্রিয় চড়ুই।

তুমি জানোনা তোমার প্রিয় রক্তজবার তিনটি পাপড়ি
অনাদরে ঝরে পড়েছে সেই কবে, ইদানীং অনেকে
সাহিত্য চর্চা করে তোমার রক্তজবাকে ভেবে আর
ঢাকঢোল পিটিয়ে নিজেরা চুলকে নেয় নিজেদের পিঠ।

বাউল ঈশ্বরের দোহাই কখনো কবি হয়ো না, কিছু কবি
এখনও গিরগিটির বেশে আশেপাশে ঘোরাফেরা করে,
সুযোগ পেলেই বেরোয় নিজের রূপ পাল্টে যে কোন
সময় স্বার্থ হাসিলের মনোবাসনায় আত্মস্বার্থ রক্ষার্থে।

বাউল সাবধানে থেকো। দেখে শুনে আগাও সামনের পথ।
চিরকালীন অকবিরা বড় বেশি মিথ্যুক আর প্রতারক
তাদের এই জালের বিস্তৃতি ভাঙতে জানে প্রকৃত সাধক।

No comments:

Post a Comment